
কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): “নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান বিস্ফোরক তথ্য উঠে আসছে। দেখা যাচ্ছে, গত ২৩ বছরে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। কিন্তু এই বৃদ্ধি সমানভাবে হয়নি — সবচেয়ে বেশি বেড়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে।” সামাজিক মাধ্যমে এই অভিযোগ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি লিখেছেন, “২০০২ সালে যখন প্রথম এসআইআর হয়েছিল, তার পর থেকে ২০২৫ পর্যন্ত রাজ্যের সামগ্রিক ভোটার বৃদ্ধি ৬৭.২৮ শতাংশ। কিন্তু জেলা অনুযায়ী চিত্রটা চমকে দেওয়ার মতো।
মালদহে ভোটার বৃদ্ধি ৯৫%, জলপাইগুড়িতে ৮২%, উত্তর ২৪ পরগনায় ৮৩%, দক্ষিণ ২৪ পরগনায় ৭২%, উত্তর দিনাজপুরে দ্বিগুণেরও বেশি — ১০৫% বৃদ্ধি।
এর বিপরীতে কলকাতায় ভোটার বৃদ্ধি মাত্র ৪%। অর্থাৎ সীমান্ত এলাকার জনসংখ্যাই সবচেয়ে দ্রুত বদলেছে। ভোটার বৃদ্ধির হার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে— ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত ভোটার বৃদ্ধি হয়েছিল ১২%,
২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত বেড়েছে ২১.৮% — অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উত্থানের সময়েই সবচেয়ে বেশি বৃদ্ধি, ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত বৃদ্ধি ১২%।
এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, সবচেয়ে বেশি ভোটার বেড়েছে ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে। ১১ সালের পরে যখন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের হাওয়া বইছে। তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এসআইআর নিয়ে এতটা চিন্তিত, সেটাই এখন পরিষ্কার হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার হঠাৎ বেড়ে যাওয়ার ফলে জনসংখ্যার বিন্যাসে বড় পরিবর্তন এসেছে। ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে হবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত