
প্রয়াগরাজ, ৬ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরীর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ঘুরপুর থানার অন্তর্গত কান্তি গ্রামের গমক্ষেতে এক কিশোরীর গলা কাটা দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সরিতা (১৫)। বৃহস্পতিবার সকালে গ্রামের কিছু মানুষ গমক্ষেতে কাজ করতে গিয়ে কিশোরীর রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে মনে করা যাচ্ছে, কিশোরীর গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য