স্বস্তি অনিকেতের, বদলির বদলে পোস্টিং আর জি করেই, নির্দেশ ডিভিশন বেঞ্চের
কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): পোস্টিং মামলায় হাই কোর্টে স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। রায়গঞ্জ নয়, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেই পোস্টিং দিল তাঁকে। হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি বিশ্বজিৎ বসু ও
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): পোস্টিং মামলায় হাই কোর্টে স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। রায়গঞ্জ নয়, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেই পোস্টিং দিল তাঁকে।

হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

রায়গঞ্জ হাসপাতালে পোস্টিংয়ের বিরোধিতা করে হাই কোর্টে মামলা করেন অনিকেত। সেই মামলার জল গড়ায় বিশ্বজিৎ বসু ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার রায় দিয়ে আদালত জানায়, তাঁরা সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করছে না। অনিকেত থাকবেন আর জি কর মেডিক্যালেই।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande