
বসিরহাট, ৬ নভেম্বর ( হি. স.) : শীতের মরশুম শুরু হতেই উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা থেকে সুন্দরবন সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে চোরা শিকারিদের দাপট বেড়েছে। ঘুঘু, পানকৌড়ি, বকসহ নানা প্রজাতির পরিযায়ী পাখি বন্দুকের গুলিতে প্রাণ হারাচ্ছে। ফলে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা পরিবেশবিদদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংরামপুর, ইটিন্ডা, পানিটর, গাছা বিল, বল্লি-সহ একাধিক এলাকায় চোরা শিকারিরা মোটরবাইক ও এয়ারগান নিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। পাখি মারার পর ব্যাগভর্তি করে তারা পালিয়ে যাচ্ছে। কেউ কেউ অজুহাত দিচ্ছে—ধানক্ষেত ও মাছের ঘের রক্ষা করার জন্য পাখি তাড়াচ্ছে—তবে বাস্তবে দেখা যাচ্ছে নির্বিচারে পাখি হত্যা চলছে।
উত্তর ২৪ পরগনা যুক্তিবাদী ও বিজ্ঞান মঞ্চের সদস্য রঞ্জিত মুখার্জি জানান, “এইভাবে পরিযায়ী পাখি হত্যা করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বাস্তুতন্ত্রের উপর তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।” তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, “চোরা শিকার বন্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশ চরম বিপর্যয়ের মুখে পড়বে।”
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়