
কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিখ্যাত পরিচালকের নামের পদবী ভুল করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিয়ো দাখিল করে সামাজিক মাধ্যমে তোপ দাগেন। ওই ভিডিয়োতে শোনা যাচ্ছে মৃণাল সেনকে মুখ্যমন্ত্রী একবার মৃণাল সিংহ, একবার মৃণাল সিনহা বলেছেন।
শুভেন্দুবাবু লিখেছেন, “এতদিন মাননীয়া বাঙালি অস্মিতার নামে রাজ্য জুড়ে নাটক করেছেন, এখন তিনি বাংলার গৌরব, গোটা দেশ তথা বাংলার গর্ব, বাংলার মুখ উজ্জ্বলকারী এক মহান বাঙালির নাম বিকৃত করলেন। আসলে উনি জানেনই না, মৃণাল সেন যিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একজন মহীরূহ, যাঁর খ্যাতি পশ্চিমবঙ্গ কেনো, দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচিত।
অনেক নামিদামী বিদেশী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র জগতের মানুষ, বিশেষত পরিচালকরা নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে মৃণাল সেন এর কাজের প্রশংসা করে থাকেন। ওনার সিনেমা দেশে বিদেশে বিভিন্ন ফিল্ম স্কুল ও একাডেমিতে প্রদর্শিত হয় উঠতি পরিচালকদের উদ্বুদ্ধ করতে।
তাঁর নাম বিকৃত করার সময় মাননীয়ার বাঙালি অস্মিতার কথা মনে থাকে না।
এই লজ্জা বাঙালির, একজন বাঙালি হিসেবে এই লজ্জা আমার ও।
ছিঃ! ছিঃ!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত