
বসিরহাট, ৬ নভেম্বর ( হি. স.) : নির্বাচন চলাকালীন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে এবং আন্তঃরাজ্য অপরাধ দমন করতে বাংলা ও বিহারের পুলিশের মধ্যে যৌথ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল মালদার হরিশ্চন্দ্রপুর থানায়। বৈঠকে দুই রাজ্যের সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। নাকা চেকপয়েন্টে সিসিটিভি সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বিহার যোগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে বাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারসহ অন্যান্য পুলিশ কর্তারা। অন্যদিকে বিহারের বারসই জেলার ডিএসপি অমিত কুমারসহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন।ইতিমধ্যেই বিহারে নির্বাচন শুরু হয়েছে। চাঁচল ও হরিশ্চন্দ্রপুর থানার বিস্তীর্ণ অংশজুড়ে রয়েছে বিহার সীমান্ত, যেখানে প্রায়ই আন্তঃরাজ্য অপরাধের যোগ সামনে আসে। সেই প্রেক্ষিতেই শান্তিপূর্ণ নির্বাচন ও সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়