
দুর্গাপুর, ৬ নভেম্বর (হি. স.): বেআইনি নির্মাণের অভিযোগ তুলে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল এক অনাথ আশ্রম। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। আশ্রম ভাঙার প্রতিবাদে রাস্তায় নেমে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চ ও দুর্গাপুর নাগরিক রক্ষা মঞ্চ। শহরের ডিএসপি নগর প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সংগঠনের সদস্যরা। পুলিশি বাধা ও বচসায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
জানা গেছে, দুর্গাপুরে ডিএসপি কর্তৃপক্ষের কাছ থেকে লিজে নেওয়া একটি আবাসনে পরিচালিত হচ্ছিল ‘পরমানন্দ আশ্রম’-এর শাখা। এখানে অনাথ শিশুদের আবাসন, পাঠদান ও যোগব্যায়ামের ব্যবস্থা ছিল। আশ্রমের শিষ্য ও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযোগ, ৩১ অক্টোবর সন্ধ্যায় ডিএসপি প্রশাসন হঠাৎ করেই ওই আশ্রমের সংস্কারাধীন ভবনে বুলডোজার চালায়। এর পরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানসহ আশপাশের জেলাগুলিতে। বৃহস্পতিবার ট্যাগর প্যালেস থেকে প্রতিবাদ মিছিল বের করে ডিএসপি নগর প্রশাসনিক ভবনের সামনে ধিক্কার জানায় সংগ্রামী যৌথ মঞ্চ। মিছিলে অংশ নেন শিক্ষক, শ্রমিক, সমাজকর্মী, সরকারি কর্মচারী ও সাধারণ নাগরিকরা। হাতে প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে প্রশাসনিক ভবনের সামনে।
ভাস্কর ঘোষ বলেন, “পরমানন্দ আশ্রম ৯৯ বছরের লিজ নেওয়া জমিতে চলছে। ভাঙা দেওয়াল মেরামতের কাজ হচ্ছিল, সেটা বেআইনি নয়। কিন্তু ডিএসপি কর্তৃপক্ষ নোটিশ দিলেও আশ্রমের বক্তব্য শোনেনি। নোটিশের কপি ৩০ অক্টোবর হাতে পাওয়ার পরদিনই আশ্রমটি ভেঙে ফেলা হয়। এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার ফল।”
তিনি আরও অভিযোগ করেন, “আমরা যেহেতু ডিএ দাবিতে আন্দোলন করছি, তাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে আশ্রম ভাঙা হয়েছে। শহরে ডিএসপি জমিতে অসংখ্য অবৈধ নির্মাণ রয়েছে, কিন্তু সেগুলোতে হাত দেওয়া হয়নি। অথচ একটি সেবামূলক প্রতিষ্ঠানের ওপর এই ধরনের আঘাত নিন্দনীয়।”
যদিও এই বিষয়ে ডিএসপি কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা