
কলকাতা, ৬ নভেম্বর ( হি. স.) : ধাপার জমির জন্য কৃষকদের হাতে ক্ষতিপূরণের দ্বিতীয় দফার চেক তুলে দিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরসভা ভবনে এই চেক বিলি কার্যক্রমের সূচনা হয়। পূর্ব কলকাতার ধাপা সংলগ্ন এলাকায় প্রায় ৫৪১ বিঘা জমিতে বহু কৃষক দীর্ঘদিন ধরে চাষাবাদ করতেন। জমি পুরসভার মালিকানাধীন হলেও, দখলে থাকা ওই চাষীদের ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
পুরসভা সূত্রে জানা গেছে, বিকল্প ধাপা তৈরি করতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় হবে। ইতিমধ্যে পুজোর আগে প্রথম দফার চেক বিলি সম্পন্ন হয়েছে। নতুন ধাপা এলাকায় প্রায় ৩৬০ বিঘা জমিতে জাতীয় গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে পরিবেশবান্ধব অত্যাধুনিক প্রসেসিং প্ল্যান্ট তৈরি করা হবে।
এদিন চাষিদের পক্ষ থেকে চারুবালা মণ্ডল ও আশিস মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে চাষাবাদ করা জমির ক্ষতিপূরণ পেয়ে তাঁরা খুশি। পুরসভার পক্ষ থেকেও জানানো হয়েছে, বিকল্প ধাপা প্রকল্প সম্পূর্ণ পরিবেশবান্ধবভাবে গড়ে তোলা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়