
কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): বালি পাচার মামলায় গ্রেফতার করা হল জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুন শরাফ-কে। বালি থেকে গ্রেফতার হয়েছে তাঁকে।
সূত্রের খবর, সল্টলেক ও বেহালায় রয়েছে তাঁর অফিস। বালি পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরেই ইডির নজর ছিল অরুণ শরাফের উপর।
ভুয়ো চালান তৈরি করে বালি পাচারের টাকা আত্মসাতের অভিযোগ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তল্লাশি চালায় ইডির। একাধিক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালায় ইডি।
জানা গিয়েছিল, অরুণ নিজে বালি খাদান লিজ নিতেন। লিজ নেওয়ার ক্ষেত্রে কোনওরকম ফাঁক-ফোঁকর রাখতেন না তিনি। অভিযোগ, তোলার সময় নিয়ম ভেঙে অতিরিক্ত বালি তুলত অভিযুক্তর সংস্থা। টাকা নাকি ঢুকত অরুণের একাধিক অ্যাকাউন্টে। এই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগও উঠেছিল। তারপরই তদন্ত শুরু করেছিল ইডি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত