বৃহস্পতিবার থেকেই অনলাইনে পাওয়ার কথা এনুমারেশন আবেদনপত্র
কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.) : বৃহস্পতিবার থেকে অনলাইনে পাওয়া যাবে এনুমারেশন আবেদনপত্র। নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। কেউ চাইলে কমিশনের অ্যাপ ইসিআইনেট-এ গিয়ে আবেদনপত্র পূরণ করা যাবে। বলে রাখা ভালো, গত মঙ্গলবার থেকেই অন
বৃহস্পতিবার থেকেই অনলাইনে পাওয়ার কথা এনুমারেশন আবেদনপত্র


কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.) : বৃহস্পতিবার থেকে অনলাইনে পাওয়া যাবে এনুমারেশন আবেদনপত্র। নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে।

কেউ চাইলে কমিশনের অ্যাপ ইসিআইনেট-এ গিয়ে আবেদনপত্র পূরণ করা যাবে। বলে রাখা ভালো, গত মঙ্গলবার থেকেই অনলাইনে

আবেদনপত্র পাওয়ার কথা ছিল। তবে প্রযুক্তিগত ত্রুটির ফলে তা সম্ভব হয়নি। এনুমারেশন আবেদনপত্র পূরণের কাজ চলবে আগামী একমাস অর্থাৎ ৪ ডিসেম্বর পর্যন্ত।

এই একমাসের মধ্যে ওই আবেদনপত্র পূরণের কাজ হবে। তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে।

পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। আর তারপর রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande