বিজেপির বিএলএ-কে জুতার মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, চাঞ্চল্য মাথাভাঙ্গায়
মাথাভাঙ্গা, ৬ নভেম্বর ( হি. স.) : এস আই আর প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হলেন এক বিজেপি বিএলএ। অভিযোগ, তাঁকে মারধর করে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাটখা
অভিযোগ জুতোর মালা পড়ানোর


মাথাভাঙ্গা, ৬ নভেম্বর ( হি. স.) : এস আই আর প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হলেন এক বিজেপি বিএলএ। অভিযোগ, তাঁকে মারধর করে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাটখাটেরবাড়ি এলাকায়।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরিকল্পিতভাবে তাঁদের বিএলএ-২ নিবাস দাসের উপর হামলা চালায়। এর প্রতিবাদে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল কংগ্রেসের নেতা উকিল বর্মন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, আক্রান্ত বিজেপি কর্মী নিবাস দাস জানান, তাঁকে অপমানিত করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande