
ঝাড়গ্রাম, ৬ নভেম্বর (হি.স.) : ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানাল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক মাহাত।
উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রামের বাসিন্দা সজল মাহাত (২০) কর্ণাটকের বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানেই ৩ নভেম্বর কাজে থাকার সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পরে ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে বুধবার সজলের মৃতদেহ গ্রামে আনা হয়।
এই বিষয়ে জঙ্গলমহল স্বরাজ মোর্চার সভাপতি অশোক মাহাত বলেন, “এই আকস্মিক মৃত্যুর ফলে দরিদ্র পরিবারটি গভীর আর্থিক সংকটে পড়েছে। তাই মুখ্যমন্ত্রীকে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছি। আমরা বিশ্বাস করি, রাজ্য সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে দ্রুত সাহায্যের ব্যবস্থা করবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো