ফারুখাবাদে বাসের ধাক্কা, মৃত এক
ফারুখাবাদ, ৬ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফারুখাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ফারুখাবাদের মোহাম্মদাবাদ থানার অন্তর্গত এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, খিমসেপুর নগর পঞ্চায়েত কার্যালয়ের কাছে দা
মৃতদেহ উদ্ধার


ফারুখাবাদ, ৬ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফারুখাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ফারুখাবাদের মোহাম্মদাবাদ থানার অন্তর্গত এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, খিমসেপুর নগর পঞ্চায়েত কার্যালয়ের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই ব্যক্তিকে একটি বাস ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এক পুলিশ আধিকারিক জানান, মৃতের নাম শৈলেশ শর্মা (৩৪), তিনি মহল্লা বিদ্যাপতি নগর ওয়ার্ড নম্বর ৬-এর বাসিন্দা। বৃহস্পতিবার সকালে জমি সংক্রান্ত বিষয়ে তাঁর বন্ধু রাঘবেন্দ্র সিং-এর সঙ্গে নগর পঞ্চায়েত কার্যালয়ে যাওয়ার আগে খিমসেপুর অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande