
প্রয়াগরাজ, ৬ নভেম্বর (হি. স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক গরু পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে ধুমানগঞ্জে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম নুরাইন । তিনি পুরমুফতি থানার অন্তর্গত এলাকার রসুলপুর মারিয়াডিহের বাসিন্দা । অভিযোগ , তিনি গরু পাচারের সঙ্গে সঙ্গে রবীন্দ্র পাসি হত্যা মামলার সঙ্গে যুক্ত । রবীন্দ্র পাসি হত্যার অভিযোগে তার বিরুদ্ধে ধুমানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকে সে পলাতক। তার গ্রেফতারের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে একটি পুলিশ দল বেলি গ্রামে অভিযান চালিয়ে নুরাইনকে গ্রেফতার করে।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন