
কলকাতা, ৬ নভেম্বর ( হি. স.): পূর্ব রেলের রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) “অপারেশন ননহে ফরিশতে” অভিযানের আওতায় এক প্রশংসনীয় উদ্যোগে ২৫ জন নাবালক ছেলে-মেয়েকে উদ্ধার করেছে। ৫ নভেম্বর হাওড়া, শিয়ালদহ ও আসানসোল বিভাগের আরপিএফ কর্মীরা হাওড়া, লালগোলা ও জসিদিহ স্টেশন থেকে শিশুদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে দুইজন পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে পালিয়ে এসেছিল, একজন ট্রেনে ভিক্ষা করছিল এবং বাকিরা ১২৩৭৬ (জসিদিহ–তাম্বরম এক্সপ্রেস) ট্রেনে চেন্নাইয়ের বিভিন্ন সংস্থায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিল।
আরপিএফ-এর দ্রুত পদক্ষেপে সকল শিশুদের নিরাপদে চাইল্ড হেল্প লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে পরবর্তী কাউন্সেলিং ও পুনর্বাসনের ব্যবস্থা করা যায়। শিশু সুরক্ষা ও পাচার রোধে পূর্ব রেলের আরপিএফ-এর এই তৎপরতা তাদের মানবিক দায়বদ্ধতার পরিচয় বহন করে। পূর্ব রেল জানিয়েছে, যাত্রীদের বিশেষত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়