
কলকাতা, ৬ নভেম্বর ( হি. স.) : নাগরিক অধিকারের দাবিতে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করল ভারতীয় জনতা পার্টি। দলের শ্রমিক সংগঠনের উদ্যোগে এই মিছিলটি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি রাজ্য দফতর থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যায়।
মিছিলের মূল দাবি ছিল এস আই আর ও সি এ এ আইন কার্যকর করার দাবি। বিজেপি কর্মী-সমর্থকেরা হাতে ব্যানার ও পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যান। সংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের নাগরিক অধিকার রক্ষার জন্য এই আন্দোলন চলবে। ধর্মতলায় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজ্য সরকার কেন্দ্রের আইন কার্যকর করতে বাধা দিচ্ছে। তাঁরা জানান, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে বিজেপি রাস্তায় নেমে গণআন্দোলন চালিয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়