
বসিরহাট, ৬ নভেম্বর ( হি. স.) : উত্তক ২৪ পরগণার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর সংসদে ভোটার তালিকা প্রস্তুতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই বুথের বি.এল.ও ডালিয়া মমতাজের বাড়ির বারান্দায় বসে এনুমারেশন ফর্ম বিলি করছিলেন বুথের বি.এল.এ। ফর্ম নিতে গ্রামের ভোটাররাও সেখানে উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সামনাসামনি হলে বি.এল.এ প্রথমে অভিযোগ অস্বীকার করে দ্রুত সরে যান। পরে বুথের স্থানীয় জনপ্রতিনিধি এসে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে এক গ্রামবাসী জানান, তাঁকে ওই বাড়ি থেকে ফর্ম নিতে আসতে বলা হয়েছিল ঘটনায় প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের নিয়ম মানা হচ্ছে কি না। প্রশাসনের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এ বিষয়ে বি.এল.ও ডালিয়া মমতাজ বলেন, “আমি অসুস্থ, তবুও দায়িত্ব পালন করছি যতটা পারি।” স্থানীয় বাসিন্দাদের মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা কঠিন হয়ে পড়বে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়