রাজ্য সরকার আতঙ্কিত এই এসআইআর নিয়ে, কটাক্ষ বিজেপির
কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): “বিজেপি-র এক বিএলএ-কে কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূলের সদস্যরা মারধর করে। জুতোর মালা পড়ানো হয় তাঁকে। এর থেকে বোঝা যায় বর্তমান রাজ্য সরকার কতটা আতঙ্কিত এই এসআইআর প্রক্রিয়া নিয়ে।” বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন,
রাজ্য সরকার আতঙ্কিত এই এসআইআর নিয়ে, কটাক্ষ বিজেপির


কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): “বিজেপি-র এক বিএলএ-কে কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূলের সদস্যরা মারধর করে। জুতোর মালা পড়ানো হয় তাঁকে। এর থেকে বোঝা যায় বর্তমান রাজ্য সরকার কতটা আতঙ্কিত এই এসআইআর প্রক্রিয়া নিয়ে।” বৃহস্পতিবার

সাংবাদিকদের এ কথা বলেন, রাজ্য বিজেপির মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দ।

এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, এতদিন এই রাজ্যের বর্তমান সরকার এসআইআর- এর বিরোধিতা করে আসছিল। এসআইআর শুরু হওয়ার পর থেকে তারা নানা ভাবে প্রক্রিয়াটাকে বিঘ্নিত করার চেষ্টা করে যাচ্ছে। মিছিল মিটিং করছে অথচ সেখানে যোগ দেওয়া অর্ধেক মানুষ জানেই না এসআইআর কী এবং কেন হচ্ছে?

তিনি বলেন, বিএলও-দের চাপ দিয়ে তৃণমূলের নেতার অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে আবেদনপত্র বিলি করতে বাধ্য করা হচ্ছে। এরকম প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে। এই রাজ্যের শাসক দল চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে এই কাজটাকে বাধা দেওয়ার, বা সঠিকভাবে কাজটাকে না করতে দেওয়ার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande