মধ্যপ্রদেশে শীতের আভাস, সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস
ভোপাল, ৬ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে বিগত কয়েক দিন ধরে টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছিল । বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে , শীঘ্রই বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে
মধ্যপ্রদেশে শীতের আভাস, সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস


ভোপাল, ৬ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে বিগত কয়েক দিন ধরে টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছিল । বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে , শীঘ্রই বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী পাঁচ দিন আকাশ পরিস্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রাতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

আবহাওয়া দফতরের মতে, উত্তর ভারতের পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়ে গেছে । এর প্রভাব আগামী ৪৮ ঘন্টার মধ্যে মধ্যপ্রদেশে পড়তে পারে। এর ফলে গোয়ালিয়র-চম্বল, নিমুচ, মান্দসৌর, নিওয়ারি, টিকমগড়, ছত্রপুর, পান্না, গুনা, রাজগড়, আগর-মালওয়া এবং শাজাপুরের মতো জেলাগুলিতে ঠান্ডা বাড়তে পারে। মধ্যপ্রদেশে বিগত ২৪ ঘণ্টায় পাচমারিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । ভোপালে সর্বনিম্ন ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande