
আগরতলা, ৬ নভেম্বর (হি.স.) : অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিদের পেনশনসহ অন্যান্য সুবিধা সময়মতো পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে কর্মচারিদের অবসরের আগেই সমস্ত তথ্য ডিজিট্যালভাবে সংরক্ষণের জন্য চালু করা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস)। বৃহস্পতিবার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওয়াইড ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন-৪.০’ কর্মশালার উদ্বোধন করে একথা জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।
অর্থ দফতরের আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য, পেনশনারদের যেন মোবাইল অ্যাপ বা কম্পিউটার ব্যবহার করে বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা দেওয়া যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দফতরের সচিব অপূর্ব রায়, অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার, এজি অফিস, বিভিন্ন ব্যাঙ্ক, ট্রেজারি, পোষ্ট অফিস ও কমন সার্ভিস সেন্টারের আধিকারিকরা।
অর্থমন্ত্রী বলেন, “রাজ্যে বর্তমানে ৮০,০১৯ জন পেনশনার রয়েছেন। তারা ডিজিট্যাল পদ্ধতিতে সুবিধা গ্রহণ করলে প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পাবে।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ডিজিট্যাল ভারত উদ্যোগকে সামনে রেখে রাজ্য সরকার বিধানসভা থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত ডিজিট্যাল ব্যবস্থার প্রসার ঘটিয়েছে।
অর্থ সচিব অপূর্ব রায় বলেন, “ডিজিট্যাল ব্যবস্থাপনায় ত্রিপুরা বর্তমানে দেশে চতুর্থ স্থানে রয়েছে। সকলের সহযোগিতায় এক নম্বরে পৌঁছানো সম্ভব।” অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার জানান, পেনশনারদের সুবিধার্থে সব ট্রেজারিতে হেল্পডেস্ক চালু করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টেট ব্যাঙ্কের স্টেট কো-অর্ডিনেটর পলাশ ভৌমিক ও পিএনবি-র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সঞ্চিতা রায়। ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থ দফতরের যুগ্ম সচিব দেবস্মিতা কিলিকদার।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ