
আগরতলা, ৬ নভেম্বর (হি.স.) : দেশজুড়ে অরাজক পরিস্থিতি এবং ত্রিপুরায় ক্রমবর্ধমান জনদুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী আগরতলার রাধানগর বাসস্ট্যান্ডের সামনে চার ঘন্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেসের চারটি অঙ্গসংগঠন। যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই এবং প্রদেশ সেবা দলের যৌথ উদ্যোগে এই গণঅবস্থানের আয়োজন করা হয়।
গণঅবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক তথা সিডাব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, প্রদেশ সেবা দলের চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
গণঅবস্থানে যোগ দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, “দেশজুড়ে চরম অরাজকতা বিরাজ করছে। সাধারণ মানুষ বিপন্ন। রাজ্যেও নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন জনগণ। এই দুর্ভোগের কথা সাত দফা দাবির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতেই আজকের এই গণঅবস্থান।”
তিনি আরও জানান, “রাজ্যকে নেশামুক্ত করার পরিবর্তে নেশাযুক্ত রাজ্যে পরিণত করা হচ্ছে। ত্রিপুরা এখন নেশা পাচারের করিডোরে পরিণত হয়েছে, অথচ সরকার কার্যকর কোনও ব্যবস্থা নিচ্ছে না।”
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা আরও ইঙ্গিত দেন, সাত দফার দাবির পাশাপাশি অন্যান্য জনস্বার্থমূলক বিষয় নিয়েও আগামী দিনে রাজ্যব্যাপী আন্দোলনে নামবে কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ