
আগরতলা, ৬ নভেম্বর (হি.স.) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অমর সংগীত ‘বন্দেমাতরম’ দেশের জাতীয় চেতনা ও আত্মমর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “বিকশিত ভারত” গঠনের যাত্রায় নতুন প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় রাজ্যবাসীকে বন্দেমাতরম সংগীতের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “বন্দেমাতরম গান লক্ষ লক্ষ দেশবাসীকে দেশমাতৃকার সেবায় অনুপ্রাণিত করেছিল। দেড়শ বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গান রচনা করেছিলেন ভারতমাতার বন্দনায়, যা মুক্তির উদ্দীপনা ও আত্মত্যাগের প্রেরণা যুগিয়েছিল।”
আগামী ৭ নভেম্বর, শুক্রবার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হবে বর্ষব্যাপী উদযাপন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশের প্রতিটি রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও বছরভর বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠান আয়োজিত হবে।
রাজ্যে এই উদযাপন চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। এর উদ্বোধনী ও কেন্দ্রীয় অনুষ্ঠান শুক্রবার মহাকরণে অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। একই দিনে রাজ্যের সমস্ত জেলা, মহকুমা, ব্লক, পুর পরিষদ, নগর পঞ্চায়েত, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই অনুষ্ঠান পালিত হবে।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, জেলাভিত্তিক অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যরা এবং মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিধায়করা উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তাঁর ভিডিও বার্তায় রাজ্যের সকল অংশের মানুষকে এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ