বিহারে বিকেল ৩টে পর্যন্ত ভোটদানে এগিয়ে বেগুসরাই, পিছিয়ে পাটনা
পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিকেল ৩টে পর্যন্ত ভোটদানের হার দাঁড়াল ৫৩.৭৭ শতাংশ। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া তেমন কোনও অশান্তির অভিযোগ নেই। কিছু ক্ষেত্রে বৈদ্যুতিন ভোটযন্ত্র (ইভিএম) ঠিক মতো কাজ না করায় ভোট গ্রহণে
বিহারে বিকেল ৩টে পর্যন্ত ভোটদানে এগিয়ে বেগুসরাই, পিছিয়ে পাটনা


পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিকেল ৩টে পর্যন্ত ভোটদানের হার দাঁড়াল ৫৩.৭৭ শতাংশ। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া তেমন কোনও অশান্তির অভিযোগ নেই। কিছু ক্ষেত্রে বৈদ্যুতিন ভোটযন্ত্র (ইভিএম) ঠিক মতো কাজ না করায় ভোট গ্রহণে সাময়িক বিঘ্ন ঘটেছে।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, বেগুসরাই জেলায় এখনও পর্যন্ত সর্বাধিক ভোট পড়েছে। এর পরিমান ৫৯.৮২ শতাংশ। পাটনায় ভোটের হার সব চেয়ে কম, ৪৮.৬৯ শতাংশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএম-বন্দি হবে। এদিন ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোনও কোনও জায়গায় অবশ্য এক ঘণ্টা আগে, বিকেল ৫টাতেই ভোটগ্রহণ শেষ হবে। প্রথম দফার ভোটগ্রহণের তালিকায় রয়েছে— পাটনা, দ্বারভাঙ্গা, মাধেপুরা, সহরসা, মুজফফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande