খুনের দায়ে অভিযুক্ত বিডিও-র অফিসের দোরগোড়ায় বহু ভোটারকার্ড
জলপাইগুড়ি, ৬ নভেম্বর (হি.স.) : বিতর্কে জড়িয়েছেন বিডিও প্রশান্ত মণ্ডল। তাঁর বিরুদ্ধে নিউটাউনে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠছে। বিশেষ তদন্তকারীদল তাঁকে জিজ্ঞাসাবাদ করতে উত্তরবঙ্গে রওনা দিয়েছে। এই আবহে তাঁর অফিসের কাছ থেকে উদ্ধার হল বহু ভোটা
খুনের দায়ে অভিযুক্ত বিডিও-র অফিসের দোরগোড়ায় বহু ভোটারকার্ড


জলপাইগুড়ি, ৬ নভেম্বর (হি.স.) : বিতর্কে জড়িয়েছেন বিডিও প্রশান্ত মণ্ডল। তাঁর বিরুদ্ধে নিউটাউনে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠছে। বিশেষ তদন্তকারীদল তাঁকে জিজ্ঞাসাবাদ করতে উত্তরবঙ্গে রওনা দিয়েছে। এই আবহে তাঁর অফিসের কাছ থেকে উদ্ধার হল বহু ভোটারকার্ড।

রাজগঞ্জের বিডিও অফিসের পিছনে জঙ্গলে ভোটারগুলি মিলেছে। ওই এলাকা দিয়ে যাতায়াতকারীরা প্রথমে ওই কার্ডগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে অফিস চত্বরে। বিডিও অফিসের সাফাই কর্মীরা জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে কিছু জানেন না।

রাজগঞ্জ বিডিও অফিসের বড়বাবু সঞ্জীব রায় বলেন, “আমি বিষয়টি দেখিনি বলতে পারব না।” প্রশ্ন উঠছে এত সংখ্যক ভোটার কার্ড কোথা থেকে এল? সেগুলি ফেলে দেওয়া হল কেন?

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande