
অমরপুর (ত্রিপুরা), ৬ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার কৃষকদের মধ্যে আধুনিক পদ্ধতিতে আলু চাষের প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছে রাজধানী আগরতলার নাগীছড়াস্থিত রাজ্যের উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গোমতী জেলার অমরপুরে অনুষ্ঠিত হয় “এআরসি পদ্ধতিতে আলু চাষ” বিষয়ক একদিনের কর্মশালা।
অমরপুর কৃষি মহকুমা অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় প্রায় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুর বিধানসভার বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুচিত্রা দাস প্রমুখ।
কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ রাজীব ঘোষ, সহ-অধিকর্তা ও এআরসি-এর নোডাল অফিসার অরিন মজুমদার, সহ-অধিকর্তা অবিনাশ দাস এবং অমরপুর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শমিত ভট্টাচার্য।
বিশেষজ্ঞরা এআরসি পদ্ধতির মাধ্যমে আলু চাষের আধুনিক কৌশল, উৎপাদন বৃদ্ধি ও রোগনিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা সক্রিয়ভাবে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
বিধায়ক রঞ্জিত দাস তাঁর বক্তব্যে বলেন, “এআরসি পদ্ধতিতে আলু চাষ সময়োপযোগী ও লাভজনক। এই পদ্ধতিতে চাষ করলে কৃষকরা বেশি ফলন এবং আয় পাবেন।” তিনি আরও জানান, এবছর অমরপুরে প্রথমবারের মত এই পদ্ধতিতে আলু চাষ শুরু হচ্ছে, যা কৃষকদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।
প্রসঙ্গত, কর্মশালার শেষে উপস্থিত কৃষকরা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামী মৌসুমে এই পদ্ধতিতে চাষ শুরু করার আগ্রহ প্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ