
রাজারহাট, ৭ নভেম্বর ( হি. স.): চাকলা থেকে সল্টলেক করুণাময়ীর দিকে যাত্রা করা একটি যাত্রীবোঝাই বাস হাড়োয়া ব্রিজের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়ে খালে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট থানার অন্তর্গত ওই এলাকায় পৌঁছেই বাসটি প্রথমে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে উল্টে পড়ে। দুর্ঘটনার ফলে বাসে থাকা অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকজন যাত্রী এখনও বাসের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়