
শিলচর (অসম), ৭ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সমজেলায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে আরও ৬.১ কোটি টাকার মাদক হেরোইন। মাদক পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে একজনকে।
জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সমজেলার এসপি পৃথ্বীরাজ রাজখোয়ার নেতৃত্বে জয়পুর থানাধীন কামরাঙ্গা প্ৰথমখণ্ড গ্রামে পুলিশের এক দল অভিযান চালিয়ে ১০টি সাবান কেসে ভরতি ১৫৫ গ্ৰাম হেরোইন বাজেয়াপ্ত করেছে।
হেরোইন পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস