
বারাণসী, ৭ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্ধ্যায় তাঁর সংসদীয় এলাকা বারাণসীতে দুই দিনের সফরে আসছেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কাশীতে প্রধানমন্ত্রীর জমকালো স্বাগতের জন্য প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁর কনভয়ের উপর পুষ্পবর্ষণের জন্য ছয়টি পয়েন্ট তৈরি করা হয়েছে। সেই স্বাগত পয়েন্টগুলিতে কর্মী এবং জনসাধারণ ঢোল ও বাজনার তালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে উচ্ছ্বাস। কাশী অঞ্চলের বিজেপি কর্মকর্তাদের মতে, বিহারের ভাবুয়ায় একটি জনসভায় ভাষণ দেওয়ার পর তিনি বিকেল ৫.১০ মিনিটে বাবতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুরেশ কুমার খান্না বিমানবন্দরের অ্যাপ্রোনে তাঁকে স্বাগত জানাবেন। এরপর তিনি সড়কপথে বরেকা গেস্ট হাউসে যাবেন। পথে বিভিন্ন স্থানে গোলাপের পাপড়ি, গান-বাজনা, আরতি এবং শঙ্খ বাজিয়ে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বরেকা গেস্ট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় বিজেপি নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন। তারপর তিনি সেখানে রাত্রিযাপন করবেন।
পরের দিন, ৮ নভেম্বর, প্রধানমন্ত্রী বরেকা গেস্ট হাউস থেকে বারাণসী রেলওয়ে স্টেশনে যাবেন। সেখানে আধুনিক রেলব্যবস্থার সম্প্রসারণের অংশ হিসেবে আরও চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবেশে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বাবতপুর বিমানবন্দর থেকে বিহারের দারভাঙ্গার উদ্দেশ্যে রওনা হবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও উপস্থিত থাকবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি