আর্থিক প্রতারণার অভিযোগে চার বাংলাদেশি সহ ৭ জন গ্রেফতার বহরমপুরে
মুর্শিদাবাদ, ৭ নভেম্বর ( হি. স.): অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে একদল আর্থিক জালিয়াতির চক্র চালাত বলে অভিযোগ। অবশেষে মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার হাতে ধরা পড়ল সেই চক্রের সাত সদস্য। ধৃতদের মধ্যে চারজন বাংলাদেশি অনুপ্রবেশকা
গ্রেফতার


মুর্শিদাবাদ, ৭ নভেম্বর ( হি. স.): অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে একদল আর্থিক জালিয়াতির চক্র চালাত বলে অভিযোগ। অবশেষে মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার হাতে ধরা পড়ল সেই চক্রের সাত সদস্য। ধৃতদের মধ্যে চারজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে বড়ঞা থানার মুনাইকান্দ্রা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন, ১২১টি এটিএম কার্ড এবং প্রায় দুই লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে।

গ্রেফতার সাতজনের মধ্যে তিনজন স্থানীয়, তারা হল— সোনারুল শেখ, ফিরোজ শেখ ও মহম্মদ আরিফ। এছাড়াও চার বাংলাদেশি অনুপ্রবেশকারী— মিনহাজ শেখ, সিপত শেখ, শান শেখ ও রবি শেখ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকের তথ্য জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করত। ধৃতদের শুক্রবার বহরমপুর জেলা আদালতে তোলা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পেছনে আরও বড় চক্র থাকতে পারে, তার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande