
নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): “দেশের দীর্ঘ ও প্রেরণাদায়ী ইতিহাসে এমন অনেক মুহূর্ত রয়েছে যখন সঙ্গীত ও শিল্প হয়ে উঠেছে আন্দোলনের চেতনা এবং সম্মিলিত আবেগ রূপ পেয়েছে কর্মে। এরই মধ্যে উজ্জ্বলতম হলো ‘বন্দেমাতরম’— ভারতের জাতীয় গীত।” ‘বন্দেমাতরম’-স্মরণে এই মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।
তাঁর মতে, “এর সূচনা যুদ্ধক্ষেত্রে নয়, বরং এক যুগদর্শী চিন্তাবিদের স্থিত অথচ দৃঢ় মননে, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৫–এ জগদ্ধাত্রী পুজোর পুণ্যদিনে (কার্তিক শুক্লা নবমী অথবা অক্ষয় নবমী) তিনি একটি স্তোত্র রচনা করেন, যা পরবর্তীতে হয়ে ওঠে দেশের স্বাধীনতার শাশ্বত সঙ্গীত। তিনি এর প্রেরণা পেয়েছিলেন অথর্ব বেদের এই ঘোষণা থেকে- যার অর্থ ‘ধরিত্রী আমার মাতা এবং আমি তার পুত্র’।”
অমিতবাবু ‘বন্দেমাতরম’ নিয়ে তাঁর ভাবনার কথা লিখেছেন এক্স হ্যান্ডলে। দেশের একাধিক পত্রিকাতেও প্রকাশিত হয়েছে এই ভাবনা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত