পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার নবদ্বীপে
নদিয়া, ৯ নভেম্বর (হি.স.): পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি নবদ্বীপে। রবিবার দুপুরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, স্থানীয় এক গ্
পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার নবদ্বীপে


নদিয়া, ৯ নভেম্বর (হি.স.): পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি নবদ্বীপে। রবিবার দুপুরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকায়।

সূত্রের খবর, স্থানীয় এক গ্যারেজ মালিক বিশ্বজিৎ দেবনাথের গ্যারেজ থেকে গাড়ি সারিয়েছিলেন মিঠুন নামের এক স্থানীয় যুবক। গাড়ি সারানোর প্রায় ১৭০০ টাকা পাওনা ছিল বিশ্বজিতের। সেই টাকা দিতেই দেরি করছিলেন মিঠুন। রবিবার তিনি গ্যারেজে আসায় বিশ্বজিৎ নিজের পাওনা টাকা ফেরত চান। আর তা নিয়েই দুজনের মধ্যে শুরু হয় বচসা। অশান্তি ধীরে ধীরে হাতাহাতিতে পৌঁছয়।

অভিযোগ, সেই সময়ে মিঠুন এলাকার মস্তান সাহেব ও তার দলবলকে ফোন করে ডেকে আনেন। বিশ্বজিতের উপর চড়াও হয় তারা। তার গ্যারেজে থাকা প্রায় সমস্ত বাইক, স্কুটিতে ভাঙচুর চালায়। বিশ্বজিতের বাবা-মাকেও বাড়িতে ঢুকে মারধর করা হয়। জিনিসপত্র ভাঙা হয়। শুধু তাই নয়, এলাকার অসংখ্য বাড়ি ও ক্লাবেও ভাঙচুর চালানো হয় এদিন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande