এ রাজ্যে ‘বন্দে মাতরম’ বিকৃত করা হচ্ছে ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, অভিযোগ শমীকের
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): “সিয়াচেন হিমবাহে সৈন্যরা ‘বন্দে মাতরম’ উচ্চারণ করেন, ছাত্র পরিষদও স্লোগান দেয়, কিন্তু আমাদের রাজ্যে ‘বন্দে মাতরম’ বিকৃত করা হচ্ছে ও চ্যালেঞ্জের মুখে পড়ছে।” রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তুললেন বিজেপি-র রাজ্য সভাপত
এ রাজ্যে ‘বন্দে মাতরম’ বিকৃত করা হচ্ছে ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, অভিযোগ শমীকের


কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): “সিয়াচেন হিমবাহে সৈন্যরা ‘বন্দে মাতরম’ উচ্চারণ করেন, ছাত্র পরিষদও স্লোগান দেয়, কিন্তু আমাদের রাজ্যে ‘বন্দে মাতরম’ বিকৃত করা হচ্ছে ও চ্যালেঞ্জের মুখে পড়ছে।” রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তুললেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তিনি তৃণমূল সরকারের ‘বন্দে মাতরম’-এর প্রতি অবমাননাকে তীব্র নিন্দা জানান। স্মরণ করিয়ে দেন যে ১৯৩৮ সালে ‘বন্দে মাতরম’ ছিল ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ও ঔরঙ্গাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিজামের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা; ১৯৩৭ সালে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে ‘বন্দে মাতরম’-কে খণ্ডিত করেছিল।

তিনি বলেন, “অতি সম্প্রতি যেদিন কেন্দ্র সরকার ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উদযাপন করল এবং ঘোষণা করল যে এটি এক বছর ধরে পালিত হবে, সেদিনই রাজ্য সরকার রাজ্য-সরকারের বিদ্যালয়গুলোতে ‘বাংলার মাটি, বাংলার জল’ গান বাধ্যতামূলক করে।

শমীকবাবু বলেন, এই গান নিয়ে আমাদের সমস্যা নেই। কিন্তু ওই বিশেষ দিনটিকে বেছে নেওয়া এটি বিভাজনমূলক মানসিকতার প্রতিফলন এবং এটি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি অশ্রদ্ধা।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande