
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): এসএসকেএম হাসপাতালে পুলিশের সামনেই যুবককে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল রোগীর আত্মীয়দের দিকে।
ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পুলিশ আক্রান্ত যুবককে উদ্ধার করে। শুরু হয়েছে তদন্ত।
চিকিৎসার জন্য বহু দূর-দূরান্তের রোগী আসেন কলকাতার এসএসকেএমে। শনিবার রাত থেকে এসএসকেএম হাসপাতালে অনেক রোগীর পরিবারের সদস্যদের মোবাইল ফোন খোয়া যায়৷ সেই আক্রোশ গিয়ে পড়ে এক যুবকের উপর৷ ভিড়ের মধ্যে থেকে হঠাৎই একদল লোক ওই যুবককে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়৷ আর সেই সঙ্গে এলোপাথাড়ি চর, কিল, ঘুষি, লাথি চলতে থাকে৷ নিমেষের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক৷
ততক্ষণে হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে যান৷ তাঁরাই যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছেন৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত