সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে ত্রিপুরায় ঐক্য পদযাত্রা বিজেপি-এর
আগরতলা, ৯ নভেম্বর (হি.স.) : সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরায় একতা মিছিলের আয়োজনের ঘোষণা দিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ত্রিপুরা প্রদেশ শাখা। রবিবার রাজ্য দলীয় সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন
বিজেপির সাংবাদিক সম্মেলন


আগরতলা, ৯ নভেম্বর (হি.স.) : সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরায় একতা মিছিলের আয়োজনের ঘোষণা দিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ত্রিপুরা প্রদেশ শাখা। রবিবার রাজ্য দলীয় সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

তিনি বলেন, সর্দার প্যাটেল শুধু ভারতের লৌহপুরুষই নন, তিনি স্বাধীন ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতীক। তাঁর নেতৃত্বেই দেশ বিভাজনের পর রাজ্যগুলির সংযুক্তি সম্ভব হয়েছিল।”

রাজীব ভট্টাচার্য বিশেষভাবে উল্লেখ করেন, ১৯৪৯ সালে ত্রিপুরাকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার ক্ষেত্রে সর্দার প্যাটেল ও তৎকালীন মহারাণী কাঞ্চন প্রভা দেবীর সহযোগিতা ছিল ঐতিহাসিক। রাজীব ভট্টাচার্য বলেন, ভারতের অভ্যন্তরে ত্রিপুরার অবস্থান সুরক্ষিত করতে তাঁদের ভূমিকা রাজ্যের ইতিহাসে অমলিন।

তিনি জানান, ৩১ অক্টোবর রাজ্যজুড়ে প্রতীকী ঐক্য দৌড়ের পর এবার ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘ঐক্য পদযাত্রা’। এই পদযাত্রা ত্রিপুরার ১০টি সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হবে। প্রতিটি পদযাত্রা প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার বিস্তৃত হবে এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারত ও এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা বার্তা তুলে ধরা হবে।

সূচি অনুযায়ী, ১০ নভেম্বর পশ্চিম ত্রিপুরা জেলায় উজ্জয়ন্ত প্রাসাদ থেকে হাপানিয়া মেলা মাঠ পর্যন্ত প্রথম পদযাত্রা অনুষ্ঠিত হবে, সেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, মন্ত্রী ও বিধায়করা উপস্থিত থাকবেন। এরপর ১২ নভেম্বর উত্তর ও সিপাহিজলা, ১৪ নভেম্বর দক্ষিণ, ১৮ নভেম্বর উনাকোটি ও খোয়াই এবং ২০ নভেম্বর গোমতী জেলায় পদযাত্রা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande