জাঞ্জগির চম্পায় ফস্টার কেয়ার পরিবারে ১৩ টি শিশু
কোরবা, ১৫ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের কোরবার জেলা শাসক জনমেজয় মহোবে এবং জেলা প্রোগ্রাম অফিসার অনিতা আগরওয়াল-এর নির্দেশে বিগত এক বছরে মোট ১৩ শিশুকে ফস্টার কেয়ার পরিবারের সঙ্গে যুক্ত করা হয়েছে। জেলা শিশু সুরক্ষা আধিকারিক গজেন্দ্র সিং জয়সওয়াল
জাঞ্জগির চম্পায় ফস্টার কেয়ার পরিবারে ১৩ টি শিশু


কোরবা, ১৫ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের কোরবার জেলা শাসক জনমেজয় মহোবে এবং জেলা প্রোগ্রাম অফিসার অনিতা আগরওয়াল-এর নির্দেশে বিগত এক বছরে মোট ১৩ শিশুকে ফস্টার কেয়ার পরিবারের সঙ্গে যুক্ত করা হয়েছে।

জেলা শিশু সুরক্ষা আধিকারিক গজেন্দ্র সিং জয়সওয়াল জানান, সোমবার একটি শিশুকে অস্থায়ী আদেশে জেলা কোরবা ফস্টার কেয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর ও পরিবারের মধ্যে পরিচিতি ও বোঝাপড়ার সুযোগ দেওয়া হয় এবং উভয় পক্ষের সম্মতিতে বাল কল্যাণ কমিটি অস্থায়ী আদেশ জারি করেছে।

এই সময় উপস্থিত ছিলেন বাল কল্যাণ কমিটির সভাপতি গণেশ প্রসাদ শর্মা, সদস্যরা দেব প্রসাদ বর্মন, তপোধন সিং সিসোদিয়া, অনুরাধা শুক্লা, আরতি যাদব, প্রভারী সুরক্ষা কর্মকর্তা জ্যোতি মিশ্রা, পরামর্শদাতা প্রজেশ কুমার শর্মা, সামাজিক কর্মী পুষ্পেন্দ্র কুমার মারকাম, সহকারী কম্পিউটার অপারেটর খগেশ কুমার পাটেল ও অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক -কর্মচারীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande