
উত্তর ২৪ পরগনা, ১৫ ডিসেম্বর (হি. স. ) : পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। সোমবার তিন আসামি, সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে দোষী বলে ঘোষণা করে ব্যারাকপুর আদালত।
২০২২ সালের ১৩ মার্চ বাড়ির অদূরে আগরপাড়া স্টেশন রোডে স্কুটারে ওঠার সময়ে একটি গুলি লেগেছিল অনুপমের গায়ে। খুব কাছ থেকে তাঁকে গুলি করেছিল এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলরের। সেই রাতেই অমিত নামে অভিযুক্তকে ধরে পুলিশ। পরে গ্রেফতার হন বাপি এবং জিয়ারুল।
বাপি পরে জামিনে ছাড়া পেয়েছিলেন। সোমবার তিনি আদালতে হাজির হয়েছিলেন। বিচারকের নির্দেশের পর আদালত থেকে আবার গ্রেফতার করা হয়েছে তাঁকে।
অনুপম খুনের তদন্তে নেমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা জানতে পেরেছিলেন, খুনের সুপারি দিয়েছিল বাপি। কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কাজটি না করায় পুর ভোটের পরেই অমিতকে কাজে লাগানো হয় বলে অভিযোগ ওঠে।
পরে কলকাতা হাই কোর্ট থেকে বাপি জামিনে ছাড়া পেয়েছিলেন। তা নিয়ে শোরগোল হয় এলাকায়। মামলা সাজানোয় পুলিশের গাফিলতির অভিযোগ ওঠে। শেষমেশ বাপি-সহ তিন জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। আগামী ১৭ ডিসেম্বর তিন জনের শাস্তি ঘোষণা করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত