মেসি কনসার্টে বিশৃঙ্খলার প্রতিবাদে হাজরা মোড়ে কংগ্রেসের বিক্ষোভ, ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের দাবি
কলকাতা, ১৫ ডিসেম্বর ( হি. স.)- গত ১৩ ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত আন্তর্জাতিক ফুটবলার লিওনেল মেসিকে কেন্দ্র করে অনুষ্ঠিত কনসার্টে চরম অব্যবস্থার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে সোম
বিক্ষোভ


কলকাতা, ১৫ ডিসেম্বর ( হি. স.)- গত ১৩ ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত আন্তর্জাতিক ফুটবলার লিওনেল মেসিকে কেন্দ্র করে অনুষ্ঠিত কনসার্টে চরম অব্যবস্থার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার হাজরা মোড়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। ,,কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, আয়োজকদের চরম ব্যর্থতা ও প্রশাসনিক গাফিলতিতে গোটা ঘটনা কলকাতার ভাবমূর্তিকে দেশজুড়ে ক্ষুণ্ণ করেছে।বিক্ষোভকারীরা জানান, কনসার্ট উপলক্ষে হাজার হাজার ফুটবলপ্রেমী মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। কিন্তু অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত না হওয়ায় দর্শকদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। কংগ্রেসের দাবি, অবিলম্বে টিকিটের সম্পূর্ণ মূল্য দর্শকদের ফেরত দিতে হবে এবং এই ঘটনার দায় রাজ্য সরকারকে নিতে হবে।কংগ্রেস নেতারা প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানান। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, আন্তর্জাতিক মানের অনুষ্ঠান আয়োজন করতে না পারা রাজ্য সরকারের অযোগ্যতার পরিচয়।বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা চপ্রদীপ প্রসাদ বলেন, এই ধরনের ব্যর্থতা রাজ্যের সম্মান ক্ষুণ্ণ করেছে এবং এর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তিনি জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে কংগ্রেস।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande