কুয়াশায় ব্যাহত বিমান পরিষেবা, পরিদর্শন বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকদের
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবা বার বার ব্যাহত হচ্ছে। তাই সোমবার বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকেরা দিল্লি বিমানবন্দরের অপারেশন কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডারের তথ্য
কুয়াশায় ব্যাহত বিমান পরিষেবা, পরিদর্শন বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকদের


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবা বার বার ব্যাহত হচ্ছে। তাই সোমবার বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকেরা দিল্লি বিমানবন্দরের অপারেশন কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কম করে ১০০টি উড়ান বাতিল হয়েছে এবং ৩০০টির বেশি বিমান দেরিতে চলছে। আধিকারিকেরা পরিস্থিতির খোঁজ নেন এবং রিয়েল টাইম অপারেশন পর্যালোচনা করেন। অত্যন্ত কম দৃশ্যমানতার কারণে বিমান অবতরণের জন্য ব্যবহৃত উন্নত মানের যন্ত্রনির্ভর ব্যবস্থা কাজ করছে না-এমন খবর ছড়িয়ে পড়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ব্যবস্থাটি সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande