ঠিকাদারি কাজ ঘিরে সংঘর্ষে আহত ঠিকাদার, কৈলাসহরে উত্তেজনা
কৈলাসহর (ত্রিপুরা), ১৫ ডিসেম্বর (হি.স.) : রাজনৈতিকভাবে অস্থিতিশীল কৈলাসহরে ঠিকাদারি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। সোমবার ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি এলাকায় সংঘর্ষের ঘটনায় এক স্থানীয় ঠিকাদার গুরুতর আহত হন। আহত ঠিকাদারের নাম
আহত দুই যুবক


কৈলাসহর (ত্রিপুরা), ১৫ ডিসেম্বর (হি.স.) : রাজনৈতিকভাবে অস্থিতিশীল কৈলাসহরে ঠিকাদারি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। সোমবার ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি এলাকায় সংঘর্ষের ঘটনায় এক স্থানীয় ঠিকাদার গুরুতর আহত হন।

আহত ঠিকাদারের নাম মিজানুর রহমান সাগর। তিনি জানান, ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিকটবর্তী তাঁর কর্মস্থলে উপস্থিত থাকাকালীন একদল দুষ্কৃতকারী বিনা প্ররোচনায় তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং আটটি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন।

ঘটনাটি ইরানি থানার অদূরেই সংঘটিত হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ঠিকাদারকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করতে তৎপরতা চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande