
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.) : বিশিষ্ট তবলাবাদক জাকির হোসেনের মৃত্যুবার্ষিকীতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন যে, - প্রথম মৃত্যু বার্ষিকীতে কিংবদন্তী তবলা ওস্তাদ উস্তাদ জাকির হুসেনকে স্মরণ।
উল্লেখ্য, তিনি তবলা বাদক ওস্তাদ আল্লা রাখার জ্যেষ্ঠ সন্তান। তাঁকে সর্বকালের অন্যতম সেরা তবলা বাদক হিসেবে গণ্য করা হয়। হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীত, জ্যাজ, বিশ্ব সঙ্গীত ইত্যাদি ধরনের জন্য আজ ও সঙ্গীতপ্রেমীদের মণিকোঠায়। পেশা ছিল - সঙ্গীতজ্ঞ। ভারত সরকার তাঁকে ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ ও ২০২৩ সালে পদ্মবিভূষণ পদকে ভূষিত করে। এছাড়াও তিনি ১৯৯০ সালে ভারত সরকারের সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ, ২০১৮ সালে রত্ন সদস্য পদক লাভ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত