বারাসতে স্পায়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেফতার ১৫
উত্তর ২৪ পরগনা, ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে স্পার আড়ালে চলছিল মধুচক্র। অভিযোগ এমনই| গোপন সংবাদের ভিত্তিতে, অশোক নগর থানার পুলিশ বারাসতের একটি আবাসিক এলাকার একটি স্পাতে অভিযান চালিয়ে পুরুষ ও মহিলা সহ ১৫ জনকে আটক করেছে। স্প
বারাসতে স্পায়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেফতার ১৫


উত্তর ২৪ পরগনা, ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে স্পার আড়ালে চলছিল মধুচক্র। অভিযোগ এমনই| গোপন সংবাদের ভিত্তিতে, অশোক নগর থানার পুলিশ বারাসতের একটি আবাসিক এলাকার একটি স্পাতে অভিযান চালিয়ে পুরুষ ও মহিলা সহ ১৫ জনকে আটক করেছে। স্পা ম্যানেজার ইজরায়েল শেখকে এই চক্র পরিচালনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। অশোক নগর থানার পুলিশ আটক যুবক-যুবতীদের বারাসত থানায় হস্তান্তর করেছে।

বারাসতের যশোর রোডের কাজীপাড়া এলাকায় রিজেন্ট গার্মেন্টস নামে একটি কারখানার আশেপাশে একাধিক দোকান রয়েছে এবং সেখানে একটি স্পাও রয়েছে। স্থানীয়দের দাবি, স্পাটিতে প্রায়শই পুরুষ ও মহিলারা যাতায়াত করতেন। তাদের কেউই এলাকার বাসিন্দা নন । স্থানীয়দের স্পাটিতে প্রবেশ নিষিদ্ধ ছিল। মাঝেমধ্যেই স্থানীয়দের স্পা থেকে ফিরিয়ে দেওয়া হত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই স্পার আড়ালে দীর্ঘদিন ধরে মধুচক্র চলছিল।

কয়েকদিন আগে, এক ব্যক্তি অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। রবিবার সন্ধ্যায়, অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। কমপক্ষে ১৫ জন পুরুষ ও মহিলা হাতেনাতে ধরা পড়ে। বারাসত জেলার অতিরিক্ত পুলিশ সুপার, দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই চক্রের পিছনে কোনও বড় মাস্টারমাইন্ড আছে কিনা তা পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande