পঞ্চভূতে বিলীন বর্ষীয়ান সাংবাদিক পিজি বরুয়ার নশ্বর দেহ, নবগ্রহ শ্মশানে সম্পূর্ণ রাজ্য মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য
প্রফুল্ল বরুয়ার মৃত্যুতে গভীর শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : পঞ্চভূতে বিলীন হয়ে গেছে বর্ষীয়ান সাংবাদিক, দ্য আসাম ট্রিবিউন-এর স্বত্বাধিকারী তথা ম্যানেজিং ডিরেক্টর, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রফুল্ল গোবিন
আসাম ট্রিবিউন দফতরে


প্রফুল্ল বরুয়ার মৃত্যুতে গভীর শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল

গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : পঞ্চভূতে বিলীন হয়ে গেছে বর্ষীয়ান সাংবাদিক, দ্য আসাম ট্রিবিউন-এর স্বত্বাধিকারী তথা ম্যানেজিং ডিরেক্টর, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রফুল্ল গোবিন্দ বরুয়ার নশ্বর দেহ। আজ সোমবার গুয়াহাটির নবগ্রহ শ্মশানে সম্পূর্ণ রাজ্য মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বাৰ্ধক্যজনিত কারণে ৯৪ বছর বয়সি প্রফুল্ল গোবিন্দ বরুয়া রবিবার রাতে গুয়াহাটিতে অবস্থিত বেসরকারি অ্যাপলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ সোমবার সকালে প্রথমে তাঁর মরদেহ চাঁদমারিতে অবস্থিত বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্যগণ এবং তাঁর ঘনিষ্ঠজনেরা শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এর পর তাঁর মরদেহ দ্য আসাম ট্রিবিউন দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সহকর্মী, সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সকল সদস্য অসমের অন্যতম প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

আসাম ট্রিবিউন দফতর থেকে প্রয়াত বরুয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় নবগ্রহ শ্মশানে। সেখানে প্রয়াতের বহু সংখ্যক পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধুবর্গ এবং ট্রিবিউন গ্রুপের সকল সাংবাদিক-কর্মচারীর উপস্থিতিতে কামরূপ মেট্রো জেলাশাসকের তত্ত্বাবধানে সম্পূর্ণ রাজ্য মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্য অনুষ্ঠানে বহুজনের সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অৰ্থমন্ত্ৰী অজন্তা নেওগ এবং তথ্য ও জনসংযোগ, মুদ্রণ ও স্টেশনারি, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন, জলসম্পদ প্রভৃতি দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা।

বর্ষীয়ান সাংবাদিক প্রফুল্ল গোবিন্দ বরুয়ার প্রয়াণে অসমে সাংবাদিকতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে বলে মনে করে সংশ্লিষ্ট মহল। আঞ্চলিক সংবাদমাধ্যম জগতে দাপুটে স্থিতি অবলম্বন করে উত্তরাধিকারসূত্ৰে তিনি তাঁর বাবা রাধাগোবিন্দ বরুয়ার হাতে প্রতিষ্ঠিত দ্য আসাম ট্রিবিউন-কে এগিয়ে নিয়ে গিয়ে উত্তরপূর্ব ভারতের বিশ্বাসযোগ্য এবং স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের নানা মহল থেকে শোকবার্তা এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রফুল্ল বরুয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তাঁকে সাংবাদিকতার এক স্তম্ভ হিসেবে স্মরণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী সনোয়াল বলেন, সমাজে প্রফুল্ল গোবিন্দ বরুয়ার অবদান অসম ও জাতির জীবনে অমোচনীয় ছাপ রেখে গেছে। অসমের সংবাদ জগত চিরদিন তাঁকে স্মরণ করবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande