মারাত্মক দূষণ দিল্লিতে, ঘন কুয়াশায় কমেছে দৃশ্যমানতা
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): রবিবারের পর সোমবারও মারাত্মক বায়ুদূষণ দিল্লিতে। ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি এবং আশপাশের এলাকা। বিষাক্ত বায়ু ঘিরে রেখেছে রাজধানীকে। বিষাক্ত ধোঁয়াশার পুরু স্তর ঢেকে ফেলেছে দেশের রাজধানীকে। বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালি
মারাত্মক দূষণ দিল্লিতে, ঘন কুয়াশায় কমেছে দৃশ্যমানতা


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): রবিবারের পর সোমবারও মারাত্মক বায়ুদূষণ দিল্লিতে। ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি এবং আশপাশের এলাকা। বিষাক্ত বায়ু ঘিরে রেখেছে রাজধানীকে। বিষাক্ত ধোঁয়াশার পুরু স্তর ঢেকে ফেলেছে দেশের রাজধানীকে। বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বেশ কয়েকটি এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমেছে।

দিল্লির অধিকাংশ স্থানেই বাতাসের গুণগত মান ছিল ‘ভয়ানক’। তবে তার মধ্যে বেশ কয়েকটি জায়গা রয়েছে, যেখানকার বাতাস আরও খারাপ। সোমবার সকালে দিল্লির পণ্ডিত পন্ত মার্গে একিউআই ছিল ৪১৭, আনন্দ বিহারে ৪৯৩, গাজীপুরে ৪৯৩, অক্ষরধাম এলাকায় ৪৯৩। শুধু রাজধানী নয়, বিষ বাতাস ছড়িয়েছে দিল্লির আশপাশের এলাকাতেও। এনসিআরের বেশ কিছু জায়গায় দূষণের মাত্রা যথেষ্ট উদ্বেগজনক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande