
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : লোকসভায় সোমবার ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুসংহত ব্যবহার ও উন্নয়ন বিল, ২০২৫ পেশ হয়েছে। পারমাণবিক শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং এই বিলটি পেশ করেন।
এর মূল লক্ষ্য হলো দেশের বিকাশে পারমাণবিক শক্তি ও আয়নিত বিকিরণের নিরাপদ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা। বিলে একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার প্রস্তাব রয়েছে, যার অধীনে গঠন করা হবে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড এবং পারমাণবিক শক্তি সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ পরিষদ।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য