
গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : বর্ষীয়ান সাংবাদিক, দ্য আসাম ট্রিবিউন-এর স্বত্বাধিকারী তথা ম্যানেজিং ডিরেক্টর, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রফুল্ল গোবিন্দ বরুয়ার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অসমিয়া ভাষায় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রফুল্ল গোবিন্দ বরুয়ার সঙ্গে তাঁর একটি ফটো শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘দ্য আসাম ট্ৰিবিউন গ্ৰুপ-এর সম্পাদক তথা পরিচালন সঞ্চালক শ্ৰী পিজি বরুয়া মহাশয়ের প্রয়াণে আমি মৰ্মাহত। সংবাদ জগতে অবদানের জন্য তিনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। অসমের প্ৰগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যের সংস্কৃতিকে জনপ্ৰিয় করে তুলতেও উৎসাহী ছিলেন তিনি। প্রয়াতের পরিবারবর্গ এবং গুণমুগ্ধদের প্ৰতি জানাই সমবেদনা। ওম শান্তি।’
এদিকে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রথিতযশা সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক্স-এ অসমিয়া ভাষায় তিনি লিখেছেন, ‘আসাম ট্ৰিবিউন গ্ৰুপ-এর পরিচালন সঞ্চালক তথা সম্পাদক প্রফুল্ল গোবিন্দ বরুয়া মহাশয়ের দেহাবসানের খবর শুনে ব্যথিত হয়েছি। সাংবাদিকতার মাধ্যমে সামাজিক বিষয়াবলি সাধারণ মানুষের কাছে যাওয়া সুনিশ্চিত করা এবং অসমের সংস্কৃতির প্ৰচারে অগ্রণী ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে তাঁর প্ৰচেষ্টা সকলকে অনুপ্ৰাণিত করবে। এই শোকার্ত মুহূর্তে তাঁর পরিবার, আসাম ট্ৰিবিউন গ্ৰুপ এবং গুণমুগ্ধদের প্ৰতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস