
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): গত ১১ বছরে দেশে সৌরশক্তির পরিমাণ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, গত ১১ বছরে দেশে সৌরশক্তির পরিমাণ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে এদিন শক্তি ক্ষেত্রে বিকাশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত এই মুহূর্তে কয়লার চতুর্থ সর্ব বৃহৎ পরিশোধন ক্ষেত্র। গতবছর ১০০ কোটি টন কয়লা উৎপাদন হওয়ায়, আমদানির পরিমাণ ৮ শতাংশ হ্রাস পেয়েছে। বায়ু শক্তির মাত্রাও বেড়ে ৫৩ গিগাওয়াটে পৌঁছেছে। ২০১৪ সাল থেকে শক্তি ক্ষেত্রে এক ব্যাপক রূপান্তর হচ্ছে বলে কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল উল্লেখ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ