
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি. স.) : দূষণের জেরে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। সোমবার রাজধানীর বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৪৫০-এর উপরে। পরিস্থিতি বিচার করে পঞ্চম শ্রেণি পর্যন্ত দিল্লির সমস্ত স্কুলগুলিকে অনলাইনে পঠনপাঠন চালুর নির্দেশ দিল রেখা গুপ্তার সরকার। তবে ষষ্ঠ থেকে নবম এবং একাদশ শ্রেণির পঠনপাঠন আপাতত ‘হাইব্রিড’ (অনলাইন এবং অফলাইন) পদ্ধতিতেই হবে বলে জানানো হয়েছে। দিওয়ালির সময় থেকে দিল্লির বাতাসে দূষিত কণার মাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে, পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সম্প্রতি দিল্লির সমস্ত স্কুলগুলিকে ‘হাইব্রিড’ পদ্ধতিতে পঠনপাঠন চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার পূর্ববর্তী সেই নির্দেশে কিছুটা বদল আনা হল। পঞ্চম শ্রেণি পর্যন্ত রাজধানীর সমস্ত স্কুলগুলিকে সম্পূর্ণ অনলাইনে পঠনপাঠন চালুর নির্দেশ দিল দিল্লি সরকার।
হিন্দুস্থান সমাচার / সোনালি