


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইরান, ব্রুনেই দারুসালাম এবং মাইক্রোনেশিয়ার রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
যাঁরা তাঁদের পরিচয়পত্র প্রদান করলেন তাঁরা হলেন,
১. ইসলামিক রিপালিক অফ ইরানের রাষ্ট্রদূত ডঃ মহম্মদ হাথালি
২. ব্রুনেই দারুসালামের হাই কমিশনার সিতি আরনিফারিজা হাজি মহম্মদ জাইনি
৩. ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়ার রাষ্ট্রদূত জন ফ্রিৎজ
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ