পুরুলিয়ার বাসস্ট্যান্ড লাগোয়া দোকানে আগুন, দগ্ধ বৃদ্ধা
পুরুলিয়া, ১৫ ডিসেম্বর (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে। আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। রবিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে একটি দোকানে আগুন লা
পুরুলিয়ার বাসস্ট্যান্ড লাগোয়া দোকানে আগুন, দগ্ধ বৃদ্ধা


পুরুলিয়া, ১৫ ডিসেম্বর (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে। আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। রবিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে একটি দোকানে আগুন লাগে। আহত বৃদ্ধা ওই দোকানের ভিতরে ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন মুহূর্তেই গ্রাস করে নেয় আশপাশের এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসস্ট্যান্ডে সারিবদ্ধভাবে প্রচুর বাস দাঁড়িয়ে ছিল। অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে তার পিছনে রয়েছে একটি বেসরকারি স্কুল| এছাড়াও ঢিল ছোড়া দূরত্বেই আছে একটি পেট্রল পাম্প। বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। মোট আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande