
দুর্গাপুর, ১৫ ডিসেম্বর (হি. স.): গ্যাস সিলিন্ডারের পাইপে লিক থেকে আগুন ধরে সোমবার দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির গৃহকর্তা সুশান্ত দে অগ্নিদগ্ধ হন।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়িতে একাই ছিলেন সুশান্ত দে। রান্নার সময় আচমকাই গ্যাসের পাইপে আগুন ধরে যায় এবং দ্রুত তা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে তড়িঘড়ি ঘর ছাড়তে গিয়ে তিনি দগ্ধ হওয়ার পাশাপাশি মাথায় আঘাত পান।
প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
বড়সড় দুর্ঘটনা এড়াতে জ্বলন্ত সিলিন্ডারটি বাড়ির বাইরে বের করে গ্যাস বের করে দেওয়া হয়। দমকল বাহিনীর এক আধিকারিক জানান, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা